দরবার-এ বেতাগী আস্তানা শরীফের ‘মেডিকেল ক্যাম্প’ সম্পন্ন

উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এর উত্তরসুরী ও সাহেবজাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক কুতুবে জমান শাহছুফী মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) এর ১৫তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজ শনিবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিনামূল্যে সমন্বিত চিকিংসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়।

চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও রোগীদের আগ্রহ ও উপস্থিতিতে সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে ৭৮ জন রোগীকে মেডিসিন, ৬০ জন রোগীকে গাইনি, ৫০ জন রোগীকে শিশু, ২০০ জন রোগীকে চর্ম, ৫০ জন রোগীকে নাক,কান ও গলা, ২০০ জন রোগীর রক্তের গ্রুপ নির্ণয়, ১৫০ জন রোগীর ডায়াবেটিক স্ক্রিনিং এবং ২০০ জনের অধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই চিকিৎসা সেবা ক্যাম্প বাস্তবায়নে হৃদস্পন্দন এর ডা. হিরা, ডা. তাসনিম, ডা. সাদমানের নেতুতে মেডিকেল শিক্ষার্থী নুসরাত, রাইসা, ফারহান, সায়মা, ইসরাত, আয়মান, সামী, সিফাত, আবদা, জাওয়াত, হৃদয়, রাইয়ান, হাসনাত, তারেক, আফিয়া-এর সহযোগিতায় সমন্বিত মেডিকেল চিকিৎসা সেবা ডা. সাইফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে লায়ন্স চক্ষু হাসপাতালের টীম চক্ষু চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক স্ক্রিনিং এ লিও কাজল, লিও আল ফয়সাল, লিও ইশতিয়াক, লিও মিনহাজ, লিও মাহফুজ প্রমুখ রোগীদেরকে সেবা প্রদান করেন। পাশাপাশি ক্যাম্পে আগত সকল রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এই সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ, বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান,লায়ন মোহাম্মদ মিজানুল করিম,লায়ন্স আই হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় পরিষদের সদস্য ডা. মোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ আলী আকবর, বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুল হক, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন প্রেসিডেন্ট তৈয়বুন্নেছা রাবেয়া, ইম্পেরিয়াল সিটির পরিচালক লিও সিরাজুল ইসলাম রিপন,লিও জেলার জোন ডিরেক্টর (ক্লাবস) লিও সৌমেন বড়ুয়া, ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আলী জিন্নাহ মোহম্মদ মোফাচ্ছেল চৌধুরী,আবদুর রহিম প্রমুখ।

বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে হৃৎস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন) চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের এর সহযোগিতায় বিনামূল্যে এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হয়।

চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।