চট্টগ্রাম : টানা ভারী বর্ষণ ও প্রবল জোয়ারে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ। যার উপর দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে স্থানীয় ছোট ছোট কিছু যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ কসাইপাড়া এলাকায় পানির নিচে সড়ক তলিয়ে যাওয়াতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এ ছাড়া সাতকানিয়ার কেরানিহাটে সড়কে ওপর কোমর সমান পানি জমে যাওয়া বান্দরবান সড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।
দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ সড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক তলিয়ে গেছে। বড় গাড়িগুলো ধীরগতিতে চললে ছোট যান চলাচল করতে পারছে না। পানি কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে।