চট্টগ্রামে হাতকড়াসহ পুলিশের হাতে যুবক ধরা

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পুল এলাকা থেকে মো. মনির (২৫) নামে এক যুবককে হাতকড়াসহ আটক করেছে পুলিশ। মো. মনিরের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার সদর থানায়।

সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৮টায় নগরীর হালিশহর থানার বড়পোল সিএসডি গোডাউন রাস্তার মাথা থেকে তাকে আটক করে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট।

জানা গেছে, রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়পুল সিএসডি গোডাউন রাস্তার মাথায় একটি ভাঙারি দোকানের সামনে হাতকড়াসহ ঘোরাফেরা করছিল মনির। সে সেখানে হাতকড়া কাটতে গিয়েছিল। পরে আশেপাশের দোকানিদের সন্দেহ হলে তারা স্থানীয় ট্রাফিক সার্জেন্ট সুখেন দেবকে বিষয়টি জানায়। সার্জেন্ট সুখেন সেখানে গিয়ে তাকে আটক করে হালিশহর থানায় খবর দেয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান বলেন, সিএমপির সব থানায় খোঁজ নিয়েছি, কোথাও থেকে কোনো আসামি পালনোর ঘটনা ঘটেনি। মনিরের হাতে থাকা হাতকড়াটি পুলিশের নয়। সে বলেছে বন্দর থেকে পালিয়ে এসেছে। কিন্তু বন্দর জোন থেকে আমাদের জানানো হয়েছে কোনো আসামির পালানোর ঘটনা নেই সেখানে। বিষয়টি তদন্ত করে জানার চেষ্টা করছি।