আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এতিম খানায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসা ও বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্রদের জন্য বেতাগী আনজুমানে রহমানিয়া কর্তৃক পরিচালিত হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ইয়াতিম খানায় এসব বিতরণ করা হয়।
দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.) ইয়াতিম খানার পক্ষে ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী গ্রহণ করেনএবং লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লিও এডভোকেট জয়নুল আবেদিন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সে সময় উপস্থিত ছিলেন।