কর্ণফুলীতে নিজগৃহে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজ গৃহে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় জয় চ্যাটার্জি  (৫২) এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

জানা যায়, ভাড়া বাসার রুমে দরজা বন্ধ করে ওই শিক্ষক সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল মাহমুদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষক জয় চ্যাটার্জী নানা রোগে ভুগছিলেন। দেনা পাওনায় অনেকটা জর্জরিত ছিলেন। তা ছাড়া তাঁর কোন স্ত্রী সন্তান ছিলো না। প্রথম স্ত্রী ডিভোর্সের পর আর করেননি। কিছু দিন আগে উনার মা মারা যান। সবমিলিয়ে অনেকটা হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।

ওসি দুলাল মাহমুদ বলেন, শিক্ষকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লীশ উদ্ধার করে পোস্টমর্ডেম করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

জানা যায়, ওই শিক্ষক কয়েক বছর আগেও কর্ণফুলী নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় নদীতে থাকা মাঝিরা তাঁকে উদ্ধার করে প্রাণে বাঁচান।