সীতাকুন্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুন্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মোঃ মোমিনুল হক মোমিম (২৩) নামে এক যুবলীগের নেতা কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা,ঘটনাটি আজ বুধবার বিকাল ৫ টায় পূর্ব মুরাদপুর ফকিরহাটে ঘটেছে।সে
মৃত ইমাম শরীাফের পূত্র মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য, মোঃ আকবর মেম্বর এর ছোট ভাই। মোমিন ছুরিকাঘাতের পর স্হানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মোমিনের ফুফাত ভাই গুলিয়াখালী মোঃ ইসমাইল।
নিহত মোমিন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন এর একনিষ্ট কর্মী বলে জানান ইসমাইল।
ইসমাইল অনতিবিলম্ভে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সীতাকুণ্ড পুলিশ প্রশাসনের সুদৃস্টি কামনা করছেন।
এদিকে যুবলীগ নেতা হত্যার ঘটনায় সীতাকুন্ডে উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ঘটনাস্হলে অবস্হান করছে।
এই ঘটনায় কারা জড়িত এখনো বিস্তারিত পাওয়া যায়নি।