দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৭ ও ১১২ টাকা। ৮ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, গত নভেম্বর মাস থেকে সরকার চিনির দাম কয়েক দফা দাম ঘোষণা করলেও কেউ মানেনি সে মূল্য। ব্যবসায়ীরা নানা অজুহাতে তাদের নির্ধারিত দামেই চিনি বিক্রি করছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২ থেকে ১২০ টাকা কেজি দরে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২-১১৫ টাকা। এক মাস আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকা এবং এক বছর আগে একই দিনে প্রতিকেজি চিনির দাম ছিল ৭৬-৮০ টাকায়।