ফটিকছড়ি কমিউনিটি ইউকে (এফসিইউকে) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল রবিবার সন্ধ্যায় লন্ডনের ৩১১ রমফোর্ড রোডস্থ আয়ানস গ্রিল অ্যান্ড ক্যাটারিং রেস্তোরায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছডি কমিউনিটি ইউকে সভাপতি মোঃ মাসুদুর রহমান।
জাহেদুল আলম মাসুদের কণ্ঠে কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক মফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান লন্ডন বরো অফ বার্কিং ও ডেগেনহাম মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি লন্ডন বরো অফ বার্কিং এবং ডেগেনহাম।
নিউহাম কাউন্সিলের চিফ হুইপ কাউন্সিলর এনামুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ব্যারিস্টার এ এম শাহজাহান, ট্রাস্টি এরশাদ মালেক, ট্রাস্টি মীর রাশেদ আহমেদ, ট্রাস্টি সওকত মাহমুদ টিপু, ট্রাস্টি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, প্রাক্তন ট্রেজারার অনুপম সাহা, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডক্টর বিশ্বজিৎ রায়, সাবেক জয়েন্ট সেক্রেটারি ওসমান মাহমুদ ফয়সাল ,সাবেক মেম্বারশীফ সেক্রেটারি মোঃ টিংকু চৌধুরী, মোস্তফা সৈয়দ, কমিউনিটি ব্যক্তিত্ব সওকত ওসমান, উইন কমান্ডার আমিনুর রহমান, আয়ান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুস শহীদ ও ফটিকছড়ি কমিউনিটি ইউকের উপদেষ্টা যথাক্রমে সলিসিটর জাকির আলম, ইঞ্জিনিয়ার আলমগীর ও আকতারুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন এডভাইজার সলিসিটর জাকির আলম ।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক চৌধুরী ফটিকছড়ি সমিতির কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ফটিকছডি সমিতির যে কোন ভাল উদ্যোগে আমার সহযোগিতা থাকবে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাতিত্বে এবং ফটিকছডি কমিউনিটি ইউকের সেক্রেটারী মো: ইব্রাহিম জাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফতার মাহফিলের আহবায়ক ফটিকছডি কমিউনিটি ইউকে’র এডভাইজার আকতারুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলী রেজা , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুপম শাহ ,জয়েন্ট সেক্রেটারী শেখ মোহাম্মদ নাসের , ট্রেজারার মোঃ ইয়াকুব চৌধুরী, এসিস্ট্যান্ট ট্রেজারার মোঃ জয়নাল আবেদীন, অর্গানাইজিং সেক্রেটারী জাহেদুল আলম মাসুদ ,এডুকেশন সেক্রেটারী সৈয়দ রাসেল,ফ্রেস এবং পাবলিসিটি সেক্রেটারি নূরুল আলম, মেম্বারশীফ সেক্রেটারি ইয়াছিন আলতাফ পারভেজ , সোস্যাল অয়েলফিয়ার সেক্রেটারি মোঃ ইসা খান , এসিস্ট্যান্ট অয়েলফিয়ার সেক্রেটারি আলতাফ হোসেন এবং সাবেক জয়েন্ট সেক্রেটারী আজমল করিম জুয়েন ,কার্যকরী পরিষদের সদস্য ইমদাদুল হক , কামাল হোসেন প্রমুখ ।
মাহফিলের শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রেজা।
সভাপতি তার বক্তব্যে বলেন ,যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে ফটিকছডি কমিউনিটি ইউকের সূচনা। এর মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফটিকছডি বাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্মে আনতে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা শত শত সদস্য সংগ্রহ করেছি। ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমরা বিগত বছরে বেশ কিছু সফল অনুষ্ঠান করেছি যাতে ফটিকছডিবাসীর স্বত:স্ফুর্ত অংশগ্রহন ছিল।
অনুষ্ঠানে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন অধ্যাপক মফিজুর রহমান।