চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ওই ভবনের পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় থাকা ওই সিরামিক গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। খবর পেয়ে ১০টা ৫৩ মিনিটে প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

এদিকে এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।