শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২০ জন। আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের পূর্বপাশের লেনে একটি ট্রাক (যশোর ট ১১-৪৯৪০) থামিয়ে চাকা ঠিক করছিল। এমন সময় পেছন দিক থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৯৫৯০) আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির ডান পাশের সঙ্গে বাসের বামপাশ লাগিয়ে দেয়। এতে বাসটির বাম পাশের সামনে থেকে পেছন পর্যন্ত দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অপর ২ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। এরা হলেন- শরীয়তপুর জেলার সখীপুরের হাজেরা বেগম (৫০), সাইফুল ইসলাম (৩০) ও নড়িয়া উপজেলার কেদারপুরের আরিফ মাঝি (৩২)। নিহত অপর নারীর (২৫) পরিচয় পাওয়া যায়নি।