একটি বা দুটি নয় ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা। এরইমধ্যে প্রতিটি সিনেমাই প্রচারণায় মাতিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শহর বন্দরের দেয়াল। তবে প্রচারণা ও হলের দিক থেকে এগিয়ে আছে বরাবরের মতোই শাকিব খান। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খানের প্রথম পরিচালনা এটি। ছবিটি নিয়ে দর্শক ও শাকিব ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে বেশ। টিজার, ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয়েছে ছবিটি নিয়ে।
জানা গেছে এবারের ঈদে মুক্তির তালিকায় আছে তপু খান পরিচালিত ‘লিডার আমি বাংলাদেশ’, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’, সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’, সুমন ধর পরিচালিত ‘শত্রু’, সৈকত নাসির পরিচালিত ‘পাপ’, নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’, সোলায়মাল আলী লেবু পরিচালিত প্রেম প্রীতির বন্ধন এবং আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধুমাত্র শাকিবের এই ছবির কারণেই ঈদ উপলক্ষে খুলেছে প্রায় শতাধিক সিনেমা হল। পুরোনো ও বন্ধ থাকা হলগুলোর ধোয়ামোছা করে এখন প্রস্তুত করা হয়েছে ‘লিডার আমি বাংলাদেশ’-এর জন্য। শেষ খবর হলো, শাকিবের এই সিনেমা মুক্তি পাচ্ছে একশ সিনেমা হলে।
এরইমধ্যে পরিচালক ও প্রযোজক প্রকাশ করেছেন সিনেমা হলের তালিকাও।
‘লিডার আমি বাংলাদেশ’ এর পরপরই আছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমাটি। ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ৩৯টি হেলে ছবিটি মুক্তি পাচ্ছে। তবে শো-এর দিক থেকে সিনেপ্লেক্সে শাকিবের চেয়ে এগিয়ে আছেন অনন্ত।
বাপ্পী চৌধুরী ও জাহারা মিতুর অভিনীত ‘শত্রু’ সিনেমা মুক্তি পাচ্ছে ২৬ টি সিনেমা হলে। এমনটাই জানিয়েছেন পরিচালক। এরপর রোশান-ববির ‘পাপ’ ও সজল-পূজার ‘জ্বীন’ ছবি দুটি পেয়েছে ১৫টি করে প্রেক্ষাগৃহ। আদর-বুবলীর অভিনীত ‘লোকাল’ পেয়েছে ১০ টি সিনেমা হল। আর জয় চৌধুরী-অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তি পাচ্ছে ৯ টি সিনেমা। এছাড়া ইয়াশ রোহান-ঐশীর সিনেমা ‘আদম’ পেয়েছে ৫টি হল।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাহ হোসেন উজ্জল জানান, ঈদ উপলক্ষে একশর বেশি সিনেমা হল নতুন করে চালু হয়েছে। আশা করছি এবারের ঈদ বেশ জমজমাট হবে।’