বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পণা উপকমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট তসলিম উদ্দীন রানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া শান্তির হাট কামাল সেন্টার মাঠে চার শতাধিক নেতা কর্মীর মাঝে গতকাল এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পণা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা যুবলীগ নেতা আব্দুল করিম ইমন,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী, আজিজুল্লাহ আজিজ, সাইফুল ইসলাম, যুবনেতা মোঃ ইউনুস, আব্দুর শুক্কুর,আব্দুল হাই ও ছাত্রনেতা শোভন, ফায়সাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তসলিম উদ্দীন রানা।