চট্টগ্রামে পুকুরে ভাসছিল অজ্ঞাত  মরদেহ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর শাহ আমানত মাজারের বদর শাহ পুকুর থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ভাসমান এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই (পুরুষ) ব্যক্তি মাজারে ভিক্ষা করতো।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময় পানিতে নামার সময় পা পিছলে পানিতে ডুবে যায়। তার মাথার পিছনে থেঁতলানো জখম রয়েছে। পায়ে সমস্যা থাকায় তিনি স্ট্রেচার ব্যবহার করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’