শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাঁচাতে শেষ দিনে আয়ারল্যান্ডকে করতে হতো ১৫৮ রান, হাতে উইকেট ছিল ৮টি। শেষ পর্যন্ত পারেনি আইরিশরা। প্রথম ইনিংসে রেকর্ড সংগ্রহের পরও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ১০ রান ও ইনিংস ব্যবধানে হারতে হয়েছে আয়ারল্যান্ডকে। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিকরা। একই সঙ্গে টেস্ট জয়ের সেঞ্চুরি পূর্ণ হয়েছে লঙ্কানদের। ন্যূনতম ১০০টি টেস্ট জেতা অষ্টম দল এখন শ্রীলঙ্কা।
পঞ্চম দিনে বালবার্নির সঙ্গে ব্যাট করতে নামেন পল স্টার্লি। সকালের শুরুতেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্টার্লি ফিরে যান। লরকান ট্যাকারও টানতে পারেননি বেশি দূর। বালবার্নি ৪৬ রানে আউট হলে শুরু হয় ধস। পরে আগের দিনের টেক্টর মাঠে এসে এক প্রান্ত আগলে রেখে ইনিংস ব্যবধানে হার এড়ানোর চেষ্টা করেন। ৮৫ রানে টেক্টর থামলে বাকিরাও একই পথে হাঁটেন। ২০২ রানে থামে আইরিশদের দ্বিতীয় ইনিংস।
এর আগে তৃতীয় দিনে নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুনারত্নের পর চতুর্থ দিনে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। শেষ বিকালে সেঞ্চুরির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথুসও। তার সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা রেকর্ড ৪৯২ রান টপকে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৭০৪ রান জমা করে স্বাগতিকরা। জবাবে ৫৪ রানে ২ উইকেট খুইয়ে বসেছে সফরকারীরা। ম্যাচ বাঁচাতে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১৫৮ রান, হাতে ৮ উইকেট। তবে শেষ পর্যন্ত হার এড়ানো কিংবা ম্যাচ ড্রয়ের কোনোটিই করতে পারেনি আয়ারল্যান্ড। আইরিশদের ধসিয়ে দেওয়ার পথে ৫ উইকেট শিকার করেছেন রমেস মেন্ডিস।