ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

বরগুনায় কিশোরীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. শাকিল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাকিল ব্যক্তি উপজেলার মিশনবাড়িয়া ইউনিয়নের মিনিপাড়া গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ সূত্র থেকে জানা গেছে, গত ২২ মার্চ জয়ালভাঙ্গা প্রজেক্ট এলাকায় একটি দোকানে নিয়ে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে শাকিল। পরে ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেন তিনি। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

এদিকে এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র‌্যাব-৮ একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে। এ সময় শাকিলের মোবাইলফোন জব্দ করে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তার অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে তাকে তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতলী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন তপু জানান, সোমবার রাতে র‌্যাব শাকিল নামে একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। পরে তাকে ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।