ফটিকছড়িতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর গহিরা-হেয়াকো সড়কে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন, সাহাব উদ্দীন (২০) ও দৌলত খান (২৪)। সোমবার মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজের হোসেন বলেন, রামগড়গামী একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘ হলে দুই আরোহীর গুরুতর আহত হয়। এরপর তাদের স্থানীয় উদ্ধার করে ফটিকছড়ি ও চমেক হাসপাতালে নিয়ে সেখানে তাদের মৃত্যু হয়। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।