ঠাকুরগাঁও‌য়ে যুবলীগ নেতা‌কে নির্যাতন, ওসি ক্লোজড

ঠাকুরগাঁও‌য়ে যুবলীগ‌ নেতা‌কে নির্যাত‌নের অভি‌যো‌গে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেনকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন।

তিনি ব‌লেন, প্রশা‌স‌নিক কার‌ণে সদর থানার ওসি কামাল হো‌সেন‌কে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। তার স্থ‌লে তদন্ত ওসি জিয়ারুল ইসলাম‌কে ভারপ্রাপ্ত ওসির দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

এর আগে গতকাল বুধবার ওসি কামাল হো‌সেনসহ পাঁচ পু‌লিশ কর্মকর্তার বিরু‌দ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদাল‌তে মামলার আবেদন ক‌রেন ঠাকুরগাঁও জেলা যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। শুনা‌নি শে‌ষে আদালত অভিযোগটি এজাহার হি‌সে‌বে গ্রহণ করতে ঠাকুরগাঁও পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইস‌ঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নি‌র্দেশ দেন এবং জেলা সি‌ভিল সার্জন‌কে বাদীকে চি‌কিৎসা প্রদান কর‌তে আদেশ প্রদান ক‌রেন।