পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারি ও পাঞ্জাবের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে শিরিন মাজারির বাড়িতে অভিযান চালায় ইসলামাবাদ পুলিশ।
এক বিবৃতির মাধ্যমে পাঞ্জাবের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পিটিআই।
এর আগে ইমরান খান, আসাদ উমর, ফাওয়াদ চৌধুরী, শাহ মেহমুদ কুরেশি, আলি মোহাম্মদ খান ও সিনেটর এজাজ চৌধুরীসহ পিটিআইয়ের একাধিক নেতাকে গ্রেফতার করা হয়।
ইমরান খান ছাড়া বাকিদের মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের (এমপিও) তিন ধারায় গ্রেফতার করা হয়েছে।
সূত্র : জিও টিভি