২০ বছর আগের এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত দিদারুল আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-০৭। মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।
দিদারুল আলম চট্টগ্রামের হাটহাজারির ফটিকালতির মৃত সৈয়দ আহাম্মদের ছেলে।
র্যাব-০৭ এর চান্দগাঁওস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, ২০০৩ সালের ২৫ নভেম্বর রাত দেড়াটার দিকে হাটহাজারী এলাকার হাটহাজারী টু মোহাম্মদপুর গামী রাস্তায় অবস্থান নিয়ে সাধারণ লোকজনকে আটক করে তাদের হাত পা বেধে নির্যাতন ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিল ডাকাত দল। ওই সময় নিহত ভিকটিম জাহাঙ্গীর আলম অন্যান্যদের মত উক্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ডাকাত দল ভিকটিম জাহাঙ্গীর আলমকে আটক করে তার সাথে থাকা টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে জাহাঙ্গীর ডাকাত দলের সদস্যদের চিনে ফেলে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে।
মেজর মেহেদী জানান, ডাকাতদের চিনে ফেলায় তারা জাহাঙ্গীরকে হত্যা করে। আদালত সমস্ত সাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তিতে এবং দীর্ঘ বিচার কার্য প্রক্রিয়া সম্পন্ন শেষে ২০২২ সালের ৩০ মে আসামি দিদারুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।
এরপর প্রায় দীর্ঘ ২০ বছর ধরে দিদারুল আলম পলাতক ছিলেন। দিদারের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।