চট্টগ্রামে ৩ পতিতা, ৫ খদ্দের আটক

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৯ মে শুক্রবার রাত ১টার দিকে বাগানবাড়ীস্থ একটি বিল্ডিং এর ২য় তলায় অভিযান পরিচালনা করে তাদেরকে ধরে।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মোশারফ হোসেন (২৭), মোঃ আরিফ হোসেন (২৮), মোঃ নয়ন (২৮), মোঃ আবু জাফর (২৭), মোঃ সুজন হোসেন (১৯), তানিয়া আক্তার (১৯), মারিয়া (২০) ও জেসমিন আক্তার(১৯)।

আকবর শাহ থানার এএসআই আব্দুল কুদ্দুস বলেন,  এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।