চট্টগ্রামের বাঁশখালির বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে একটি জেয়াফত অনুষ্ঠানের মেজবানে দাওয়াত না দেওয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন বর্শাবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪জন। তাদেরকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে।
বর্শাবিদ্ধরা হলেন- মুজিবুর রহমান (৪০) ও আবুল কালাম (৬৫)।
স্থানীয় স্কুল শিক্ষক জালাল উদ্দিন চৌধুরী জানান, রত্নপুরের রমজান আলী চৌধুরিী বাড়ির মরহুম মফজল আহমেদ চৌধুরি মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজাবানের আয়োজন করে তার পরিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টায় প্যান্ডেল তৈরি এবং বাবুর্চি উপস্থিত হয়ে গরু জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় সেলিম উদ্দিনের নির্দেশে ইউছুফ ও মাহাবুবুল আলমের নেতৃত্বে ২০/২৫জন দুর্বৃত্ত লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। তাদের আক্রমনে মুজিবুর রহমান ও আবুল কালাম বর্শাবিদ্ধ হন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মুজিবুর রহমান বলেন, রত্নপুরে একটি সমাজের মধ্যে দুটি পক্ষ রয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে মারামারি করে। পরে পুলিশের মধ্যস্থতায় ঠিক হয়ে যায়।
এ ব্যাপারে আহত মুজিবুর রহমান বলেন, হাসপাতালে ভর্তি রয়েছি। সুস্থ হয়ে শনিবার মামলা দায়ের করব।