ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার (১৯ মে) থেকে শুরু হওয়া আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তিনি সেখানে গেছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফরাসি সরকারের একটি উড়োজাহাজে করে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জেলেনস্কি। পোল্যন্ড থেকে তিনি জেদ্দায় যান। সেখান থেকে শুক্রবার রাতেই তার জাপানের উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে। সেখানে তিনি চলমান জি-৭ সম্মেলনে যোগ দেবেন। আরব নিউজের এক প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা গেছে।
এক টুইট বার্তায় জেলেনস্কি লেখেন, প্রথমবারের মতো সৌদি আরব সফরে আসলাম। আমার এ সফর সৌদি আরব ও আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলেন, ক্রিমিয়ার রাজনৈতিক বন্দী, ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল, রাশিয়া থেকে আমাদের জনগণকে শান্তিপূর্ণভাবে ফেরানো এবং জ্বালানি নিয়ে আরব নেতাদের সঙ্গে আলোচনা হবে।
সৌদি আরব নিয়ে বলেন, ইউক্রেন ইস্যুতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌদি আরব। আমরা এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।
গত বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক শত যুদ্ধবন্দী বিনিময়ে প্রধান ভূমিকা পালন করে সৌদি আরব। এরপর চলতি বছরের শুরুতে ইউক্রেনের পুণর্গঠনের জন্য ৪০ কোটি ডলারের একটি তহবিল ঘোষণা করে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশটি।
তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মতো সৌদি আরবও রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থাকে। তাছাড়া জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসে রাশিয়ার অনুকূলে বিভ্ন্নি সিদ্ধান্ত গ্রহণে রিয়াদের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।
আলজাজিরা জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে ইতোমধ্যে অনেকগুলো দেশ সফর করেছেন জেলেনস্কি। তবে এতদিন তার সফর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ ছিল।
এ অবস্থায় মিত্রদের বাইরের প্রথম দেশ হিসেবে সৌদি আরব সফর করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
সূত্র: আরব নিউজ, আলজাজিরা