গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা দিন-রাত ছুটে চলেছেন ভোটারদের কাছে। রবিবার (২১মে) বিকাল সাড়ে তিনটার দিকে নৌকার প্রার্থী আজমত উল্লার প্রচারে অংশ নেন একঝাঁক তারকা।
চিত্রনায়ক ফেরদৌস, নায়িকা নিপুণ, মাহিয়া মাহি, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। খোলা গাড়িতে করে তারা ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ী এলাকায় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আজমত উল্লা খান একজন ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৫ তারিখ নৌকা মার্কায় ভোট দিন।‘
চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে ও কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনভাবে নৌকা ও আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ তারিখ সারা দিন আপনারা নৌকা মার্কায় ভোট দিন।’
এদিকে রবিবার বিকালে গাজীপুর শহরের রেলগেট এলাকায় বেসরকারি সংগঠন সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক নাট্যজন পিযুষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচার চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। এ সময় তারা নৌকাকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর মার্কা উল্লেখ করে এর বিজয় কামনা করেন।