বান্দরবানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন দুলাল (৩৫) না‌মে এক শ্রমিক। আজ মঙ্গলবার সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে রুমা ও থানচি উপজেলার (রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাইক্ষ্যাং) সীমান্তবর্তী ধোপানিছড়া এলাকায় বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন রাশেদ ও দুলাল। এ সময়  হঠাৎ পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান এবং দুলাল গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রুমা থানার অন্তর্গত রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায়। যেহেতু এলাকাটিতে কেএনএফের তৎপরতা বেশি তাতে ধারণা করা হচ্ছে কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।