আলিয়া এবার বাঙালি মেয়ে

২৫ মে করণ জোহরের জন্মদিন। এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানির’ প্রথম ঝলক। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ ও আলিয়া ভাট। তাদের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে টালিপাড়া থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।

এ যাবৎ নির্মাতাদের তরফে এই ছবি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলা নিষেধ ছিল। বিভিন্ন সময়ে টালিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে, টোটা এবং চূর্ণী কি ছবিতে বাঙালি চরিত্রেই অভিনয় করেছেন? তাদের সম্পর্ক কী রকম? না, দুই অভিনেতাই এতদিন এ নিয়ে মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার প্রযোজনা সংস্থার তরফে এই ছবিতে তাদের যে ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, তা দুজনের চরিত্রের বিষয়ে ধোঁয়াশা কাটিয়েছে। রনধওয়া ও চট্টোপাধ্যায়- এই দুই পরিবারের গল্প নিয়েই ছবি। সেখানে চট্টোপাধ্যায় পরিবারের চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে আলিয়াকে। অভিনেত্রীর দুপাশে বসে রয়েছেন টোটা ও চূর্ণী। অর্থাৎ এই প্রথম কোনো বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। অনুমান করা যায় আলিয়ার অভিভাবকের চরিত্রেই রয়েছেন দুই বাঙালি শিল্পী।

তারা কি স্বামী-স্ত্রীর চরিত্রে? এ প্রসঙ্গে এখনো মুখ খুলতে নারাজ টোটা। ভারতের ‍আনন্দবাজার অনলাইনকে হাসতে হাসতে অভিনেতা বললেন, ‘এখনই রহস্যটা ফাঁস করতে চাইছি না। আর তো কয়েকটা মাত্র দিন। ধীরে ধীরে দর্শক ঠিকই বুঝতে পারবেন।’

ফার্স্ট লুকে বাঙালি পাঞ্জাবিতে টোটা। নিজেকে কেমন লাগছে তার? অভিনেতা বললেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আসলে সেট থেকে শুরু করে আমাদের পোশাক পরিকল্পনা, প্রতিটি জিনিসের মধ্যেই করণের ব্যক্তিগত ছোঁয়া রয়েছে। এতটাই খুঁতখুঁতে মানুষ উনি।’

জন্মদিনে করণকে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন টোটা। অভিনেতা বললেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই এই ছবি এবং সাক্ষাৎকার নিয়ে করণ ব্যস্ত থাকবেন বলে তার টিমের তরফে দিনকয়েক আগেই আমাকে জানিয়ে দেয়া হয়। তাই তারা ফোন করতে বারণ করেছিলেন। আমি মেসেজ করে রেখেছি। পরে নিশ্চয়ই উত্তর আসবে।’

চূর্ণীর যে লুকটি প্রকাশ্যে এসেছে, সেখানে অভিনেত্রীকে ফুল তোলা হলুদ ফুলিয়ার জামদানি শাড়িতে দেখা যাচ্ছে। নিজের লুক দেখে অভিনেত্রীও উচ্ছ্বসিত। চূর্ণী বললেন, ‘শুটিংয়ের সময় আমি তো কলকাতা থেকে আমার ব্যক্তিগত রূপটানশিল্পী বা হেয়ার ড্রেসার নিয়ে যেতে পারিনি। কারণ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, সবটাই ওরা করবেন।’

এই ছবিকে একটা সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ হিসেবেই উল্লেখ করতে চাইছেন চূর্ণী।