বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের কোচের পদে আর থাকতে চাইছেন না গোলাম রব্বানী ছোটন। এরই মধ্যে সেই কথা সহকর্মীদের মাধ্যমে বাফুফেকে জানিয়ে দিয়েছেন। ১ জুনের আগে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন তিনি। এ কারণে আজ শনিবার থেকে অনুশীলনে অনুপস্থিত বাংলাদেশের সাফজয়ী কোচ। এই অবস্থায় বাফুফে থেকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করা হলেও তা আমলে নিচ্ছেন না ছোটন। আগের সিদ্ধান্তে অনড় আছেন।
শুক্রবার নানান কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ছোটন। তাকে ধরে রাখতে বাফুফে থেকে কম চেষ্টা করা হচ্ছে না। ছোটন এই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কিরণ আপা (নারী উইং কমিটির চেয়ারম্যান) আমাকে ফোন দিয়ে সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করেছেন, বাফুফের সাধারণ সম্পাদকও। কিন্তু আমি আর বাফুফের অধীনে চাকরি করতে চাইছি না। সেটা তাদের বলে দিয়েছি। আমার ফেরার কোনও সম্ভাবনা নেই। এবার আমি আর ফিরছি না।’
১৭ বছর বাফুফের চাকরি করতে গিয়ে অনেক ক্ষোভও জমা হয়েছে ছোটনের মনে। যদিও সরাসরি কিছু বলতে চাইছেন না তিনি, ‘আমি না থাকলেও মেয়েদের কোচিং করার মতো যোগ্য লোক আছে। আমি তো একজন সাধারণ কোচ। সাধারণ মানুষ।’
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলছেন অন্য কথা। এই কর্মকর্তা আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘ছোটন ভাই আগেও এমন করেছেন। ফিরেও এসেছেন। আশা করছি এবারও ফিরবেন।’