সোমবার দিবাগত রাতে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। এসব ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবার এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস তিনি লেখেন, দু’টি শো-তে অংশ নেয়ার কারণে কিছুদিন ধরে আমি আমেরিকাতে।
আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। এটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেয়ার কিছু আছে বলে মনে করি না।
প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতে চাই না। আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্য এতটুকুই বলবো, ৬-৭ বছর আগের ভিডিও দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ! আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন।
তবুও আমার দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয় আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।