কর্ণফুলীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রাম : চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় বাংলাবাজার ঘাট এলাকায় নদী ভরাট করে ২৫ শতক জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ও ২ লাখ টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরীর এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কর্ণফুলী নদীর তীর দখল করে সাতকানিয়ার আইএমএস গ্রুপ নামক একটি প্রতিষ্ঠানের ২৫ শতক জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং দখলদারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।

কর্ণফুলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পিষূষ কুমার চৌধুরী বলেন, ‘নদী দখল করে কেউ যাতে অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখার অংশ হিসেবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এবং দখলদারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাতের মধ্যেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

দখলদারদের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।