চট্টগ্রাম : ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। ১০ মাস বয়সী রাজশ্রী ধর ও ৩৫ বছর বয়সী ইলিয়ানা হক। দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২০ জন।
মঙ্গলবার (১৮ জুলাই) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে সোমবারও দুইজনের মৃত্যু হয় ডেঙ্গুতে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে রাজশ্রী ধরকে চমেক হাসপাতালে গত ১৫ জুলাই ভর্তি করা হয়েছিল। ১৭ জুলাই তার মৃত্যু হয়। অন্যদিকে ইলিয়ানা হকও ১৭ জুলাই চমেক হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি মারা যান।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১০১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।