চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) এর ১৫তম ওরশ শরীফ আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ব্যাপক কর্মসূচী আয়োজন করা হয়েছে।
প্রথম দিবস
মানুষের কাছে স্বাস্থ্য সেবা প্রদানের প্রত্যয়ে প্রতিবারের মত ৫ আগষ্ট (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে সমন্বিত চিকিংসা সেবা ও চক্ষু শিবির, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে। বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে হৃৎস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন) চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হবে। সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, নাক, কান ও গলা এবং চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
দ্বিতীয় দিবস
আগামী ৬ আগস্ট (রবিবার) মহানবী রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সুন্নাতের নিমিত্তে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন সরাবরাহ নিশ্চিত করার জন্য বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিবস
৭ আগস্ট (সোমবার) বিভিন্ন কলেজ ,মাদ্রাসা ও বিদ্যালয়ে এবং রাঙ্গুনীয়া প্রশাসনের দপ্তরে একাত্তরের মহান মুক্তিযোদ্ধের ইতিহাস ও চেতনা সমৃদ্ধ বই ও আহলে সুন্নাত ওয়াল জমায়াত এর আকিদা ভিত্তিক ধর্মীয় কিতাবাদী ও তাফসির বিতরণ করা হবে।
চতুর্থ দিবস
৮ আগস্ট (মঙ্গলবার) ওরশ শরীফের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা, প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল ও রাত ১০টায় আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। ওরশ শরীফে এবং সকল কার্যক্রমে হুজুরের আত্মীয় স্বজন, ভক্ত মুরদিান ও দেশবাসীকে উপস্থিত হয়ে হুজুরের ফয়ুজাত হাসিল করার জন্য দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।