টানা বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির ও রেজায়ে মোস্তফা পরিষদ।
সোমবার (১৪ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা সদরে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে এসব সহয়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ জসিম উদ্দীন, সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দীন, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুর জাহান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মদিনা বেগম, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবি আকতার।
এতে আরও উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জবুরুত উল্লাহ জয়, উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর, উত্তর রাঙ্গুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ, মোহাম্মদ সৈয়দুল হক, মো. দিদারুল আলম, মো. আজিজুল হক, মো. নাছির উদ্দীন, মো. নূর ইসলাম সদ্দার, মো. সৈয়দুল আলম, দেশ প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ ফিরোজ উদ্দীন।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি ও রেজায়ে মোস্তফা (দ.)পরিষদের সভাপতি আলহাজ¦ মো: কোরবান আলী বলেন, আমি সব সময় আত্বমানবতার সেবার উদ্দেশে রেজায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদ ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত এর যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়াবাসীর পাশে আছি ইন শাহ আল্লাহ। যাতে জীবনের বাকী হায়াতে জীন্দাগী মানুষের সেবায় সব সময় নিজেকে বিলিয়ে দিতে পারি পরম করুনাময়ের দরবারে এ কামনা করি।