এশিয়া কাপে অনিশ্চিত এবাদত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন টাইগার পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ-পায়ের হাটুর ইনজুরিতে পড়েন এই ডানহাতি বোলার। তখন আর বোলিং এ ফেরা হয়নি। সেই ইনজুরির পর বিশ্রামে ছিলেন তিনি। তখনই জানা যায় হাঁটুর ইনজুরি এসিএলে আক্রান্ত এবাদত। এরপরও টিম ম্যানেজেমেন্টের চিন্তায় ছিলেন এই পেসার।

যার জন্য আসন্ন এশিয়া কাপে তাকে নিয়েই দল সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ নতুনভাবে দুঃসংবাদ পেলেন এই ডানহাতি পেসার। চোট নিয়ে মাঠ ছাড়া স্যালুট ম্যানকে দেখা যাবে না পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে শুরু হতে যাওয়া এশিয়া কাপে।

কেননা আফগানদের সিরিজে যে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই পেসার তা এখনও পুরোপুরি ভাবে সেরে ওঠেনি। তাই এবাদতকে নিয়ে ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করলেও, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে ঝুকি নিতে চাইছে না বোর্ড। সে জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাকে না নিয়ে বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট টিম।

এ নিয়ে গণমাধ্যের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ইবাদত পুরোপুরো ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।’

তিনি আরও বলেন, ‘বদলি কে হচ্ছে তা দ্রুতই জানিয়ে দেব। তবে তানজিমকে যদি এশিয়ান গেমসে পাঠানো হয় তাহলে খালেদকে এশিয়া কাপের দলে নেয়া হতে পারে।’

গত ১২ আগস্ট তামিমের উত্তরসূরী হিসেবে সাকিব আল হাসানকে অধিনায়ক দিয়ে ১৭ সদস্যের এশিয়া কাপ দল ঘোষণা করে বিসিবি। সেই সঙ্গে এই স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয় তাইজুল ইসলাম, তানজিম সাকিব ও সাইফ হাসানকে।