রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং এপিক হেলথ কেয়ারের মধ্যে একটি কর্মচারী সুবিধা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের পরীক্ষায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আবু সুফিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টি এম হান্নান, এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) এবং জামির উদ্দিন কোরেশি, অপারেশন ইন চার্জ ও এসিস্ট্যান্ট ডাইরেক্টর, রুম ডিভিশন, রেডিসন ব্লু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।