চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় একটি পুকুর থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনার আধোরপাড়া এলাকার চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ৎ
নিহত গৃহবধূর নাম রিপু আক্তার (২২)। তার বাড়ি চন্দ্রঘোনার কদমতলী গ্রামে। তার স্বামী গাড়ি চালান বলে জানা গেছে। গত ৫-৬ মাস আগে তার বিয়ে হয়। নিহত গৃহবধু ৪ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার শ্বশুর।
স্থানীয়রা জানান, সকালে নিহতের শ্বশুর-শ্বাশুড়ি তাদের মেয়ের বাড়িতে যান। যার ফলে ঘরে একাই ছিলেন নিহত রিপা। বেলা ১১টার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বড় ভাই টিপু বলেন, তার বোনের সাথে কারও কোন সমস্য ছিলো না। তবে নিহতের মায়ের দাবি গৃহবধু রিপুকে প্রায়ই যৌতুকের জন্য স্বামীর বাড়ি থেকে চাপ দেওয়া হতো।
নিহতের মা বলেন, আমি গতকাল মেয়ের বাড়ি থেকে এসেছি। আমার মেয়েকে স্বামীর বাড়ির লোকজন প্রতিনিয়ত যৌতুকের জন্য চাপ দিতো। মেয়েকে বিভিন্ন উপহার-আসবাপত্রের খোঁটা দিতো। আমার মেয়ে গতকাল বলেছে, তাকে নিয়ে আসতে, না হয় আসবাপত্র দিয়ে দিতে। আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।