চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোথাও রঙিন পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও সদস্য সচিব শফিক আদনান নির্দেশনা দিয়েছেন।
নিদের্শনায় বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, নির্বাচনী এলাকায় কোন কোন স্থানে বা এলাকায় ব্যক্তির নামে ও তার ছবি ব্যবহার করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে রঙিন পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। এ ধরনের অতি উৎসাহী প্রচারণা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি। নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী পোস্টার ও ব্যানারে শুধুমাত্র প্রার্থী, দলীয় সভাপতি শেখ হাসিনা ও নৌকা প্রতীকের ছবি ছাড়া কারো ছবি ও নাম ব্যবহার করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয় যে, কারো প্রয়োজন হলে প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যানার ও পোস্টারে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রধান নির্বাচনী কার্যালয় হতে সরবরাহ করা হবে।