ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪টি টিপ ছোড়াসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল আলম খোরশেদ, মো. মেহেদী হাসান, এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মিজানুর রহমান চৌধুরী, এএসআই রনেশ বড়ুয়া তাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৪টি টিপছোরাসহ আসামিদের আটক করা হয়।

আটকরা হলো— মো. ওবায়দুল হাসান (৩৫), মোঃ হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।

আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।