চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। আগামী তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক হিসেবে এই নিয়োগ দেয়া হয়। বুধবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এ ধারা-৭ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
বুধবার (২৪ এপ্রিল) সিডিএ’র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৯ সাল থেকে দুই মেয়াদে টানা পাঁচ বছর সিডিএ চেয়ারম্যানের পদে ছিলেন। এখন নতুন করে এই পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে নিয়োগ দেয়া হয়। মোহাম্মদ ইউনুছ জাতীয় আওয়ামী লীগের সদস্য এবং চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার সদস্য সচিব।
২০০৯ সাল থেকে সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার এই পদে চুক্তিভিত্তিক রাজনৈতিক নিয়োগ দিয়ে আসছে সরকার। সবার প্রথমে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমানে বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম ছিলেন চেয়ারম্যান হিসেবে। টানা ১০ বছর চেয়ারম্যান থাকার পর ২০১৯ সালের ১৮ এপ্রিল নিয়োগ দেয়া হয় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষকে।
এদিকে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিনেন্স ১৯৫৯ কে যুগোপযোগী করে ২৯ জুলাই ২০১৮ সালে নতুন আইন প্রনয়ন করা হয়। সেই আইনের ৭ নম্বর ধারায় উল্লেখ রয়েছে চেয়ারম্যান বা বোর্ড সদস্য হিসেবে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি সময়ের জন্য নিয়োগ লাভের জন্য বলে বিবেচিত হবেন না। জহিরুল আলম দোভাষ ২০১৯ সালের ১৮ এপ্রিল প্রথম মেয়াদে দুই বছরের জন্য ও ২০২১ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
এর আগে এই পদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের নামও শোনা যাচ্ছিল। এছাড়া জহিরুল আলম দোভাষকে আরো এক বছরের জন্য বর্ধিতও করা হতে পারে বলে শুনা গিয়েছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোহাম্মদ ইউনুছের নামে প্রজ্ঞাপণ জারি হলো।