বান্দরবানে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম’র আহ্বায়ক কেলু মং, সদস্য সচিব চ নু মং

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সম্প্রীতির বান্দরবান দেশের অন্যতম পর্যটন নগরী। নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, প্রয়োজনীয়তা রয়েছে এখানকার রাজনৈতিক সৌহার্দ্যের। রাজনৈতিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশলের মাধ্যমে সহনশীলতা অনুশীলন করার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে একিভূত করে বিভিন্ন সমস্যা সমাধানে ও সম্প্রীতির বান্দরবান বিনির্মাণে রাজনৈতিক দলকে সাথে নিয়ে বান্দরবানে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম (এমএএফ) বান্দরবান গঠন করা হয়েছে ।

এমএ এফ বান্দরবান গঠন কল্পে সম্প্রীতির বান্দরবানে এপ্রিল ২৬, ২০২৪ শুক্রবার শহরের হোটেল ডি’মুরে এক সভায় আওয়ামীলীগ বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে একই মঞ্চে এই ফোরাম গঠন করা হয় । সভায় উপস্থিত ছিলেন দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি যথাক্রমে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, বান্দরবান জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা ও বান্দরবান জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শওকত জামান মিশুক।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমএএফ ও এর কার্যক্রম সম্পর্কে সবার সামনে উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন । এরপর সবাই এমএএফ এর বিষয়ে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন এবং এমএএফ বান্দরবান গঠনে সম্মতি প্রদান করেন । সভায় ছয় সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিঠি ও ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয় । এবং বান্দরবান জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও মাস্টার ট্রেইনার কেলু মং মারমা কে আহবায়ক ও বান্দরবান সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও মাস্টার ট্রেইনার চ নু মং মারমা কে সদস্য সচিব নির্বাচিত করা হয় ।

সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বান্দরবান জেলা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসেন, সহ সভাপতি জমির আহমদ, বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক ও মাস্টার ট্রেইনার আবুল কালাম মুন্না , সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছরোয়ার জামাল,বান্দরবান জেলা বিএনফির দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর এ্যা মে চিং, জাতীয় মহিলা পার্টির সভাপতি তোয়াই নু মার্মা, বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট উ ম্যা সিং মার্মা, বান্দরবান জেলা বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারন সম্পাদক নারগিস সুলতানা, জাতীয় মহিলা পার্টির বান্দরবান পৌরসভার যুগ্ম আহবায়ক জাহেদা রানু,বান্দরবান পৌর সভা যুব দলের সদস্য সচিব মোঃ ফিরোজ, জাসাস বান্দরবানের সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, লামা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়াং ফেলো এডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামী লীগের মাস্টার ট্রেইনার ও ইয়াং ফেলো সাইফুল ইসলাম সনেট, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও ইয়াং ফেলো সাংবাদিক মোহাম্মদ আলী,যুব মহিলা লীগের জেলা সদস্য আখিঁ দাশ,বান্দরবান জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ইসমাইল,জাতীয় মহিলা পার্টির শারমীন আক্তার প্রমূখ ।

মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম-এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীদের নিয়ে গঠিত। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় দলগুলোর পলিটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনারদের সমন্বয়ে এমএএফ এর ইউনিট পরিচালিত হচ্ছে।