চিটাগং কলেজ ইংলিশ এলামনাই’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন চিটাগং কলেজ ইংলিশ এলামনাই এসোসিয়েশন (সিসিইএএ) এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও চট্টগ্রাম কলেজ ইংলিশ এলামনাই এসোসিয়েশন’র সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সচ্চিদানন্দ পাল, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, সহকারি অধ্যাপক রোকসানা পারভীন, সহকারি অধ্যাপক মোহাম্মদ ইয়াছিন আরাফাত খান, সহকারি অধ্যাপক মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রভাষক পারভিন আক্তার, প্রভাষক আবদুল্লাহ আল মাহমুদ।

ৎএলামনাই এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীর কাশেম, আজীবন সদস্য সহকারি অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, দপ্তর সম্পাদক খালেদ জামান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওবায়দুর রহমান ও বিভাগের সিনিয়র ছাত্র হামীম চৌধুরী। চিটাগং কলেজ ইংলিশ এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে ইংরেজি বিভাগের অনার্স ২য় বর্ষের ২ জন ছাত্র ছাত্রী যথাক্রমে মো. আরিফুজ্জামান ও অন্তরা সামিরা’কে জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি এলামনাই এসোসিয়েশনের বৃত্তি ফান্ড-এ উপদেষ্টা মীর কাশেম নগদ ২০ হাজার টাকা এসোসিয়েশনের সভাপতির কাছে হস্তান্তর করেন ।