হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরানি এক কর্মকর্তা। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানান তিনি।

তবে সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ করেননি তিনি। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে রবিবারের উত্তর-পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ (ইরনা) এবং আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

এ সময় সবাইকে শহীদ বলে অভিহিত করেছে মেহর নিউজ। ছাড়াও একাধিক ইরানি সংবাদ সংস্থা তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এদিকে বিধ্বস্ত হেলিকপ্টার পাওয়া গেলেও এখনও দুর্ঘটনাস্থলে জীবনের ‘কোন চিহ্ন’ খুঁজে পাননি উদ্ধারকারীরা।

গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।