চট্টগ্রাম নগরীতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে ফটিকছড়ির ইরফান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ইরফান (১৭) ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এলাকার মাহবুবুর আলমের পুত্র এবং নগরীর সিএমপি স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেট এলাকা পার হওয়ার সময় এক কলেজছাত্র কাটা পড়ে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় রেলওয়ে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা এক কিশোরকে চমেক হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।