চট্টগ্রাম চন্দনাইশে ঈদের আগেই ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১১ জুন) পঞ্চম দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। তারও ধারাবাহিকতায় চট্টগ্রাম চন্দনাইশে ১৫৫টি পরিবারের মাঝে এই জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা,চন্দনাইশ পৌরমেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরমেয়র লোকমান হাকিম, সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা, উপজেলা এলজিডি কর্মকর্তা জুনাইদ আবছার চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, পল্লী বিদুৎ এর ডিজিএম আবু সুফিয়ান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু ছালেহ, এস আই নুর আজাদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে ১২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, চন্দনাইশ ও সন্দ্বীপ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার জন্য আশ্রয়ণ-২ প্রকল্প কার্যালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এই তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
একইসঙ্গে চট্টগ্রাম জেলাকেও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।অতিথিরা আরো বলেন, ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান কার্যক্রম গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় ১ম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং ১ হাজার ৪৪৪টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৬৪৯টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং ৬৪৯টি পরিবারকে পুনর্বাসন করা হয়। তৃতীয় পর্যায়ে ১ হাজার ৯৬২টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং ১৯৬২টি পরিবারকে পুনর্বাসন করা হয়। চতুর্থ পর্যায়ে ১ হাজার ২২৩টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং ১ হাজার ২২৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়।