পটিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে ও ঘনবসতি পূর্ণ লোকালয়ে গড়ে উঠা চট্টগ্রামের পটিয়ায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার (১২ জুন) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে উপজেলার হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ এলাকা থেকে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

এ অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী নেতৃত্বে দেন। এসময় তাকে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন সহযোগিতা করেন। দীর্ঘদিন ধরে বৈধ কোন কাগজপত্র ছাড়াই সুমন হেলাল উদ্দিন চৌধুরী এ.আর.এইচ ব্রিক ফিল্ড নামে পটিয়ায় এই ইটভাটাটি চালু রাখেন।

চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এ ইটভাটার কোন বৈধ কাগজ পত্র নাই। লোকালয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে দীর্ঘদিন ধরে এ.আর.এইচ ব্রিক ফিল্ডটি পরিচালনা করে আসছেন সুমন হেলাল। সাম্প্রতিক সময়ে এ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। কিন্তু ইটভাটা বন্ধ না করায় অবশেষে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের (২০১৩) ধারা-৪ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করা যায় না। একই আইনের ধারা (৮) এর (১) অনুযায়ী লাইসেন্স থাকলেও লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের সুযোগ নেই। ধারা-৫ এর(১) অনুযায়ী- কৃষিজমি, পাহাড় বা টিলার মাটি কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবে না। এ ইটভাটার মালিক আইনকে তোয়াক্কা না করে ইট তৈরি করায় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় ।