রাউজানে সফল খামারির সম্মাননা পেল ‘এনাম এগ্রো ফার্ম’

চট্টগ্রামের রাউজানে সফল খামারি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ সম্মাননা পেয়েছেন উপজেলার কদলপুর ইউনিয়নের এনাম এগ্রো ফার্ম।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. জয়িতা বসু।

ফার্মের সত্ত্বাধিকারী রাউজানের কৃতি সন্তান কাতারস্থ আল মাহান্নাদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী সিআইপি’র পক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন পরিচালক মোহাম্মদ বেলাল।

জানা যায়, গেল ৩ বছর আগে কদলপুরস্থ ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় গরুর খামার প্রতিষ্ঠা করেছিলেন রাউজানের কৃতি সন্তান কাতারস্থ আল মাহান্নাদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী সিআইপি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ১৫০টি গরু প্রস্তুত করা হয়।

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজানের কৃতি সন্তান কাতারস্থ আল মাহান্নাদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী সিআইপি’র পিতা সমাজ সেবক আবদুল মান্নান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. প্রান্থ সরকার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা টুইংক্যাল সূত্রধর ফয়েজুল্লাহ, মনির উদ্দিন, কাউসার, নিশান, রায়হান, যুবায়েদ, রুবেলসহ আরও অনেকে।