রাউজানে আপন পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন 

চট্টগ্রামের রাউজানে এক ঝাঁক বইপ্রেমীদের নিয়ে গড়ে উঠা আপন পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১৪ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের সাবেক ব্যবস্থাপক

তাপস সরকারের সভাপতিত্বে ও আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পি এল সি, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো: ইমতিয়াজ উদ্দিন।

সংবর্ধেয় অতিথি ছিলেন জনতা ব্যাংক কর্মকর্তা তন্ময় ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণ প্রসাদ মহাজন, রাসেল সরকার,উত্তম ভট্টাচার্য, শিমুল ঘোষ। আপন পাঠাগারের পাঠকদের পক্ষ হতে বক্তব্য রাখেন অর্পিতা বিশ্বাস, তৃষা বিশ্বাস, ঋত্বিক দেওয়ানজী, চৈতি দে,শুভ আচার্য্য। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জুুই ,চৈতি , ভূমিকা,ও বর্ষা নৃত্য পরিবেশন করেন ইতু ভট্টাচার্য।

বক্তারা বলেন, সমাজে বইপ্রেমে তরুণ ও উঠতি প্রজন্মের কাছে জাগরণ সৃষ্টি করেছে আপন পাঠাগার। এই পাঠাগারের সদস্যরা আলোকিত সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে। বক্তারা আরো বলেন, আপন পাঠাগারের মতো সংগঠন প্রত্যেক এলাকায় গড়ে উঠলে মেধা ও মননশীলতার চর্চা বেগবান হবে।