চট্টগ্রামের আনোয়ারায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ জুন) বিকেল ৩টায় আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
এদিন প্রথম খেলায় সিইউএফএল স্কুল এন্ড কলেজ ট্রাইবেকারে ৩-২গোলে আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এবং দ্বিতীয় খেলায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় ১-০ গোলে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলায় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মোহাম্মদ এনামুল হক, খেলা পরিচালক হিসেবে মোহাম্মদ আমিন সহকারী সমির দাশ ও চিন্টু, ধারা ভাষ্যকার হিসেবে হুসেইন ফারুক উপস্থিত ছিলেন।