চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯টি পরিবারের বসতঘর ভস্মিভূত হয়েছে। রোববার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আবদুল কাদেরের বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিট হয়ে আগুনে সুত্রপাত ঘটে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যোগ দেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে পুড়ে যাওয়া ১৯ টি বসতঘরের ক্ষয়ক্ষতি আনুমানিক ৭৫ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী,মোঃ নুরুল আলম,মোঃ শাহ আলম,আবদুল মান্নান,আবদুস সবুর,আবদুর রহিম,আবদুল হাকিম, আবদুল গফুর, মোঃ মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন,আলমাস খাতুন প্রকাশ লেদুনী,মোঃ আনোয়ার,আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম,মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার, খুরুস্কুল এর শামসু।
জুইঁদণ্ডি ইউনিয়নের ইউপি সদস্য আবদুল গফুর জানান, রাতের আগুনে দক্ষিণ খুরুস্কুল গ্রামের শামসু এর ঘরের নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে বরৈয়া গ্রামেও ১৮ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মোঃ মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে। ১৮ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১০ লাখ ৮০ হাজার টাকার মালামাল উদ্ধার ও ৮ লাখ ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।