রিয়াজউদ্দিন বাজারে আগুন, ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্সে আগুনের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে এ তিনজন মারা যান। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তিনজনের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে মো. রিদুয়ান (৪৫) ও একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল বাংলাবাজার এলাকার মো. শাহেদ (১৮)।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুটি মার্কেট পাশাপাশি। ঢোকার রাস্তা সেভাবে নেই, একেবারেই অপ্রশস্ত। এজন্য আমাদের কাজ করতে খুব সমস্যা হয়। ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল থেকে প্রথমে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইজন মারা যান। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা নামে ওই দুই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে তিনটার পর আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে।