মিরসরাই উপজেলায় ফেনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ৭০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ করছেন। মহামায়া লেকের পানিও বিপদসীমার কাছাকাছি থাকায় স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি এবং মাছের পুকুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন ৭৯টি আশ্রয়কেন্দ্র খুলেছে এবং জেলা প্রশাসন থেকে ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় পাহাড়ি ঢলের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
সার্বিক পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, মিরসরাইয়ে ৭৯টি আশ্রয়কেন্দ্রসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে।