ভুয়া বিলে রেলের কোটি টাকা আত্মসাৎ

রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ভুয়া বিলে আত্মসাতকৃত প্রায় এক কোটি টাকা অভিযুক্ত সাত কর্মকর্তা-কর্মচারীকে এক মাসের মধ্যে ফেরত দিতে হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টার দপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে মেসার্স দি কসমোপলিটন কর্পোরেশনের নামে ভুয়া বিলে ৯৬ লাখ ৯০ হাজার টাকার একটি চেক পাস করে রেলের হিসাব শাখার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মিলে পুরো টাকা আত্মসাৎ করেছিলেন।

ঘটনার তদন্তে গঠিত কমিটির রিপোর্টে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টার দপ্তরের নির্দেশে অভিযুক্তদের আত্মসাৎ হওয়া পুরো টাকা পরিশোধ করতে হবে। এজন্য তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

২৯ আগস্ট জারি করা এক চিঠিতে সাত কর্মকর্তা-কর্মচারীর নাম এবং তাদের অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা হয়েছে। অর্থদণ্ডের পরিমাণ ৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা থেকে ১৯ লাখ ৩৮ হাজার টাকা পর্যন্ত।

অভিযুক্তদের আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা সার্বিক (পূর্ব) মো. সাইদুর রহমান সরকার।